এহসান বকাউল রানা, ফরিদপুর প্রতিনিধি :
১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর পৌরসভার নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্টানে প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
রোববার বেলা বারোটায় শহরের শহরের ময়েজ মঞ্জিলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এ আহ্বান জানান তিনি। এসময় তিনি ইভিএম এ আপত্তি নেই জানিয়ে সাংবাদিকদের পেশাদারিত্বের মাধ্যমে সহযোগীতা প্রত্যাশা করেন। এসময় ওই প্রার্থী নির্বাচনের পরিবেশ বর্তমানে নির্বাচনের অনুকুল রয়েছে বলেও দাবী করেন।
মতবিনিময় সভায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ বক্তব্য রাখেন। #