ফরিদপুর মধুখালীতে চিনিকলে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-খুলনা মহাসড়কের আখচাষী ভবনের সামনে শ্রমিক ও আখ চাষীদের সমন্বয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
আজ শনিবার সকাল ১১ টায় ঢাকা খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট হতে মালেকা চক্ষু হাসপাতাল পর্যন্ত বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৫ দফা দাবির মধ্যে রয়েছে শ্রমিক – কর্মচারিদের ৫/ ৬ মাসের বকেয়া বেতন পাওনা, চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিল,আখ উৎপাদনে সার, বীজ ও কিটনাশক সরবরাহ, চাষিদের মূল্য পরিশোধ।
চিনিকল শ্রমজীবী ইউনিয়ন এবং আখচাষী কল্যান সংস্থার যৌথ আয়োজনে আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চলনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, সাবেক উপজেলা চেয়ারম্যান আাজিজুর রহমান মোল্যা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মনোজ সাহা, হাজি আব্দুল মালেক সিকদার, আখচাষী নেতা ওহিদুজ্জামান বাবলু মিয়া, মির্জা আহসানুজ্জামান আজাউল, আব্দুল হাই বাঁশি, আব্দুস সালাম মিয়া, আবু সাইদ মিয়া, মির্জা গোলাম ফারুক, আবুল বাসার বাদশা, জহুরুল হক, মো. ইলিয়াস মিয়া, শাহ্ কুতুবুজ্জামান, মো. শহিদুল ইসলাম, মির্জা আক্তারুজ্জামান খোকন, সুভাষ রায়, মো. নজরুল ইসলাম, আলী আকবর প্রমুখ।