জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি বলেছেন, যুবসমাজকে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় বেশী করে অংশ নিতে হবে, সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে। বিশেষ করে মাদক থেকে সবসময় দুরে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, টেপ টেনিস নয়, ক্রিকেট খেলার অনুশীলন করতে হবে ক্রিকেট বল দিয়েই।
তিনি শুক্রবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে আয়শা-সামী টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল ম্যাচের উদ্বোধক হিসাবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের পৃষ্ঠপোশকতায় তার নিজ গ্রামে আয়োজিত এই টুর্ণামেন্টের এই সমাপনি ম্যাচে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই এর সাবেক সভাপতি ক্রিড়ানুরাগী এ কে আজাদ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় আব্দুর রহমান টেকনিক্যাল কলেজ দল ৯ ইউকেটে রাজবাড়ির মৃগী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।