ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে এক জরুরী আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ভাঙ্গা বাজারের থানা রোডে চিংড়ী রেস্টুরেন্টে এ আলোচনা সভার অনুষ্ঠানটি অনুষ্টিত হয়।
এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও
বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি মিয়ান আব্দুল ওয়াদুদ, আলগী ইউনিয়ন কমান্ড কাউন্সিল-এর কমান্ডার পুলিশ বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এইচ এম রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, লক্ষ্মীকান্ত দাস, আবুল হোসেন।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর জেলা কমান্ড কাউন্সিল এর সদস্য সচিব বীরপুত্র মো. তানভির হোসেন শোয়েব, ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকও বীরপুত্র এ টি এম ফরহাদ নান্নু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর জেলা কমান্ড কাউন্সিল এর যুগ্ন আহবায়ক বীরপুত্র শেখ নাহিদুল ইসলাম, বীরপুত্র ডা. হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এএসপি মো. ইমারত হোসেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা তাঁর বক্তব্যের এক পর্যায় মুক্তিযোদ্ধার সন্তানদেরকে উদ্দেশ্যে করে বলেন, ইসলামে দেশপ্রেমকে ঈমানের অংশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাই সবাইকে দেশকে ভালোবাসতে হবে।
তিঁনি আরো বলেন, উপজেলা, জেলা তথা সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তান তোমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবে। সবসময় দেশের কল্যাণ্যে নিজেদেরকে নিয়োজিত রাখবে বলে (বীর মুক্তিযোদ্ধারা) আমরা আশা করি।