ফরিদপুর জেলার অন্তর্গত মধুখালী উপজলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট গ্রামের তুষার ভাদুড়ী, মধু ভাদুড়ী, আনন্দ ভাদুড়ীর বসত বাড়িতে
আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
আনন্দ ভাদুড়ী জানান, বিগত কয়েকদিন ধরে তার বাড়ির টিনের চালায় মধ্যে রাতে ইটে নিক্ষেপ, টিনের বেড়া ধারালো অস্ত্র দিয়ে কাটে এবং বিগত ২১/১১/২০২০ইং শনিবার এ সন্ধ্যায় পরিকল্পিত ভাবে বসত বাড়িতে আগুন দেয়।
পরবর্তীতে স্হানীয় জনগন ও মধুখালী থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে এর মধ্যে তাদের লক্ষাধিক টাকার মালামাল পুড়ে নষ্ট হয়।
প্রতিবাদে আজ সকাল ১১ টায় নির্যাতিত পরিবার ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন করেন।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি, ঘটনাটির তদন্ত চলছে বিষয়টি বিদ্যুৎতিক সট সার্কিট থেকে হয়েছে নাকি পূর্ব শত্রুতার কারনে ঘটনাটি ঘটেছে।