ফরিদপুরের মধুখালীতে ২শ ৮১ বোতল ফেন্সিডিলসহ র্যাবের হাতে আটক-১।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোঃ খালেদ মাহমুদ জানান একটি বিশেষ আভিযানিক ১৫ ডিসেম্বর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়াস্থ গড়াই সেতুর টোল ঘর এলাকা হতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী যশোর জেলার শার্শা উপজেলার বেড়ী গ্রামের মো. মশিয়ার রহমানের ছেলে মোঃ নাজমুল হোসেন (৩৩)কে ২শ ৮১ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
এ সময় আটককৃতের হেফাজতে থাকা ২৮১ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রিত নগদ ১ হাজার টাকা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ২টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মধুখালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে.