ফরিদপুর সদর উপজেলার ভাট্টি লক্ষিপুর খানকায়ে চিশতীয়া সুফি দরবার শরীফের শায়েক হযরত শাহ সুফি মোহাম্মদ জামালউদ্দীন চিশতী আল নিজামী চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে হযরত শাহ সুফি মোহাম্মদ জামালউদ্দীন চিশতী আল নিজামী দরবার শরীফে আজ দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে।এছারাও চিশতীয়া তরিকায় বিভিন্ন আনুষ্টানিকতার মধ্য দিয়ে তার জন্য দোয়া করা হচ্ছে।
২০১৬ সালের ২৪ ই ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।তার অকাল মৃত্যু তে চিশতীয়া সুফি দরবার শরীফে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি তাঁর চার সন্তান,সহধর্মিনী ও মরিতিয়ান সহ তার ভক্তদের রেখে যান। ছয় মাস ক্যান্সারের সাথে যুদ্ধ করে ২০১৬ সালের ২৪ ডিসেম্বর ক্যান্সারের কাছে হার মেনে সবাই কে কাদিয়ে চলে যায় এই শাহ সুফি সাধক।২৪ ডিসেম্বর তিনি ইন্তেকাল করলেও বাংলা তারিখ অনুযায়ী এ বছর ২৫ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিক পালন করা হচ্ছে ।
হযরত শাহ সুফি মোহাম্মদ জামালউদ্দীন চিশতী আল নিজামী দৈনিক এই বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি ও ফরিদপুর নিউজ এর সম্পাদক মেহেদী হাসান সীমান্ত এর নানা ছিলেন। মেহেদী হাসান সীমান্ত তার নানার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তার নানাকে জান্নাতুল ফেরদৌস দান করেন
ফরিদপুর নিউজ আজ তাকে গভির ভাবে শ্রদ্ধা করছে।মহান আল্লাহ তাকে জান্নত বাসী দান করুক।#আমিন।