২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের রূহের মাগফিরাতের জন্য স্বেচ্ছাসেবী বন্ধুমহল সংগঠন টি বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন
এ প্রসঙ্গে সংঠনটির সভাপতি রাসেল ইসলাম রাজ বলেন..আমরা বিভিন্ন সময়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দারাই..তারই ধারাবিকতায় ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদের স্মরনে বৃদ্ধাশ্রমে খাদ্য বিতরণ করলাম যাতে শহীদের রূহে শান্তি পায় ও মাবাবা বয়সী মানুষগুলোও যাতে আনন্দ পায়।
সাধারণ সম্পাদক : রাফি খাঁন নীল বলেন..জীবদ্দশায় যতদিন আছি ততদিন অসহায়দের পাশে থেকে তাদের হাসিমুখ টা দেখে যেতে চাই..সামান্য একটু খাদ্যের বিনিময়ে মানুষগুলো যেভাবে হেসে ওঠে সত্যিই তখন কলিজা টা ভরে যায়..সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এইভাবেই যেন আমাদের সংগঠন নিয়ে সর্বদা অসহায় মানুষদের পাশে থাকতে পারি আর স্পেশালি ভাষা শহীদদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা এবং তাদের রূহের মাগফিরাত কামনা করছি।
শিক্ষাবিষায়ক সম্পাদক :শাহাদাত আকাশ বলেন,, মানবসেবা বড় সেবা..সামান্য কিছু অর্থের বিনিময়ে আমরা মানবসেবা করতে পারছি এজন্য আমি আমার সংগঠন ও আমার সহযোদ্ধারা গর্বিত..সবার প্রতি রইল আমার ভালোবাসা।
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক :মোঃ সাইম ইসলাম রাজ বলেন..যতদিন আছি এই ভবে..ততদিন কাজ করে যাব সমাজের কল্যানের তরে..সমাজের সবার কল্যান কামনা করছি।
এসময়ে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির অন্য সম্পাদকমন্ডলী ও সদস্যবৃন্দ: নওশিন তাবাসসুম, সাকিরা সুলতানা, সাকিব মোল্লা, নাজমুল ইসলাম, আফসানা মীম,তামান্না ইসলাম প্রমুখ।